সাবান বা সুগন্ধী তৈরি বা যে কোন কাজই হোক না কেন, মহিলারা বহুবিধ সামাজিক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হন। কঠিন অর্থনৈতিক সঙ্কটের পরিস্থিতিতে তাদের সন্তানদের বড় করে তোলার জন্য আয়ের ব্যবস্থা সুনিশ্চিত করতে এই সব কাজের জন্য তাদের সামাজিক প্রতিকূলতার মোকাবিলা করতে হয়।
মহারাষ্ট্রের ওয়ারওয়ার্হিয়ার গ্রামের চারশো জন মহিলা মদ এবং মাদকের নিষিদ্ধকরণের দাবিতে স্বোচ্চার হয়েছিলেন। এলাকার পুরুষদের মাদক সেবনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তারাই।
শৌচাগারের সুবিধা না থাকার কারণে মহিলারা মাঠে এবং খোলা জায়গায় শৌচকর্ম করতে যেতে বাধ্য হন। এর ফলে তাঁদের দুরারোগ্য শারীরিক সমস্যা এবং রোগ ভোগ করতে হয়।
দি আর্ট অফ লিভিং ফাউন্ডেশন নারীদের বর্তমান প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে শক্তি জুগিয়েছে, তাঁদের ব্যক্তিগত চাপ ও সমস্যা দূর করতে নানা কৌশল প্রয়োগের ব্যবস্থা করেছে৷ দলবদ্ধ শক্তির ধারণা মহিলাদের এই সব সমস্যাগুলির মোকবিলা একক ভাবে না করে দলগতভাবে করতে উদ্বুদ্ধ করে৷ দি আর্ট অফ লিভিং মহিলাদের প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে উৎসাহিত করে যাতে প্রত্যেকেই তাঁদের নিজের অধিকারের মধ্যে থেকে আত্মনির্ভরশীলা হতে পারেন৷
আনন্দের সাথে নিজেকে শক্তিশালী করুন যাতে জীবনের দৈনন্দিন প্রতিকূলতার মুখোমুখি হতে পারেন৷ প্রতিদিন নূতন উৎসাহের সঙ্গে কী ভাবে জীবনকে গ্রহণ করতে হয় সেই বিষয়ে শিক্ষা লাভের জন্য নীচের এই ফর্মটি পূরণ করুন।