জ্ঞান এবং ধ্যানের সাগরে ডুব দিন৷ শক্ত এবং নির্ভীক হন, নিজের কাছে নিজে প্রয়োজনীয় হয়ে উঠুন৷ নিজের পরিবারের কাছে, নিজের দেশের কাছে অপরিহার্য হয়ে উঠুন৷ইয়েস!২ শিক্ষাক্রমের সরল এবং সুশীল প্রক্রিয়াগুলি আপনার ভয় এবং সীমাবদ্ধতা দূর করতে সাহায্য করবে এবং আপনার জীবনের নূতন দিকগুলি সম্পর্কে আপনাকে অভিজ্ঞ ও অবহিত করবে৷
ইয়েস!২ আপনাকে আপনার আভ্যন্তরীণ ও বহির্জগতের প্রতি দৃষ্টিপাত করতে সক্ষম করে তোলে৷ আপনি আপনার মানসিক সীমাবদ্ধতা ও অন্তরায়সমূহ উপলব্ধি করতে পারেন এবং সেই বাধা অতিক্রমও করতে পারেন৷ এই বাধা আপনার আত্মীয়তা, পরিবার, অভ্যাস , আসক্তি, শিক্ষাগত কিংবা আপনার জীবনের সঙ্গে সংশ্লিষ্ট যে কোন বিষয়েরই হতে পারে৷সেবার মাধ্যমে আনন্দের অভিজ্ঞতা লাভ করুন, ধ্যানের মধ্যে উপলব্ধ আপনার নীরবতার সার্বভৌমত্ব এবং ব্যক্তিগত বোধবুদ্ধির তীক্ষ্ণতা অনুভব করুন৷
- উপকারিতা
- সামগ্রিক দৃষ্টিপাত
- কর্মসূচীর অন্তর্গত বিষয়
- দেহ, মন এবং বুদ্ধিকে পুনরায় শক্তিশালী করুন৷
- নিজের সম্পর্কে নয়, অন্যদের কথা ভাবতে শিখুন৷
- মানসিক বাধা ও ভয়গুলিকে অতিক্রম করুন৷
- সেবাদানের মাধ্যমে আনন্দলাভ করতে শিখুন৷
- বয়সভিত্তিক দলবিভাগঃ ১৩+ থেকে ১৮ বছর, ইয়েস শিক্ষাক্রমের স্নাতক৷
- শিক্ষাক্রমের মেয়াদঃ ৪ দিন৷
- প্রাত্যহিক সময়কালঃ ছয় ঘন্টা/আবাসিক,
- সুদর্শন ক্রিয়া
- ধ্যান
- মন্ত্রোচ্চারণ
- পারস্পরিক আদান প্রদান
- দলগত ক্রীড়া
- সেবা প্রকল্প
- আশ্রমের বাইরের কার্যাবলী